TENSE (সময়/কাল)
Tense
TENSE (সময়/কাল)
ক্রিয়া সম্পন্ন হবার সময়কে Tense বলে ।
Example : He is not a good boy.
Classification of Tense Tense
3 প্রকারঃ
a ) Present Tense
b ) Past Tense
c ) Future Tense
Present Tense
যে বাক্য দ্বারা বর্তমান কালের কোন কাজ করা বোঝায় তাকে Present tense বলে।
Structure : sub + verb (s /es )+obj.
Present tense কে চার ভাগে ভাগ করা যায় নিচে বর্ণনা করা হল ।
I ) Present Indefinite Tense
II ) . Present Continuous Tense
III ) . Present Perfect Tense
IV ) . Present Perfect Continuous Tense Present Indefinite Tense
Present Indefinite Tense
যে বাক্য দ্বারা বর্তমান কালের সাধারন কোন কাজ , অভ্যাসগত কাজ , চিরন্তন সত্য , ঐতিহাসিক সত্য , নিকট ভবিষ্যৎ ইত্যাদি ) , বোঝায় তাকে Present indefinite tense বলে ।
বাংলায় চেনার উপায় :
যায় , খায় , করে , কর , ঘুমাই , পড়ে , খেলে ইত্যাদি ।
Structure : sub + verb ( s / es ) + obj .
Example : Michael reads newspaper regularly . ( habitual ) obj.2 . sub V The moon gives us light . ( universel ) sub V obj .
II)Present Continuous Tense
বর্তমান কালে কোন কাজ চলছে বা ঘটছে এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
করিতেছি , করছি , করিতেছে , করছেন ইত্যাদি ।
Structure : Sub + auxiliary verb ( am , is , are ) + main verb + ing + obj Example : The birds are flying in the sky . sub a.v m.v obj 2.Nancy is dancing . sub a.v m.v
III)Present Perfect Tense
যে বাক্য দ্বারা বর্তমান কালের কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান আছে তাকে Present perfect tense বলে ।
বাংলায় চেনার উপায় :
করিয়াছ , করেছ , করেছিস , করেছেন ইত্যাদি ।
Structure : sub + have / has + 3rd form of main verb + obj
Example :
Monju has done this work sub_a.v v3 obj
IV Present Perfect Continuous Tense
যে বাক্য দ্বারা বর্তমানে কোন কাজ চলমান এবং সময়ের উল্লেখ বুঝায় তাকে Present perfect continious tense বলে ।
বাংলার চেনার উপায় :
ক্রিয়ার শেষে করিতেছি , করিতেছ , করিছি এছাড়ও নিদিষ্ট সময় ( হতে / থেকে ) অনিদিষ্ট যাবৎ থাকে ।
Structure : sub + have / has been + main verb + ing + since / for + obj.
Example :
1. It has been raining since morning.
2. They have been reading for two hours .
NB : নিদিষ্ট হলে for এবং অনিদিষ্ট হলে since হবে ।
Past Tense
যে বাক্য দ্বারা অতীত কালের কোন কাজ করা বুঝায় তাকে Past tense বলে ।
Structure : sub + 2nd form of main verb + obj
Past tense কে চার ভাগে ভাগ করা যায় নিচে বর্ণনা করা হল ।
1)Past Indefinite Tense
II)Past Continuous Tense
III)Past Perfect Tense
IV)Past Perfect Continuous Tense
Past Indefinite Tense
যে বাক্য দ্বারা অতীত কালের সাধারন কোন কাজ করা বুঝায় তাকে Past Indefinite Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
করেছিল , ঘুমিয়াচিল , পরেছিল , খেলেছিল ইত্যাদি ।
Structure : sub + 2nd form of main verb + obj
Example : 1. He saw it.
2. The boys played in the field.
Also Read :ইংরেজিতে কথা বলার সঠিক গাইডলাইন Proper guidelines for speaking English
Also Read : PARTS OF SPEECH পদ কাকে বলে
II.Past Continuous Tense
যে বাক্য দ্বারা অতীত কালের কোন কাজ চলছিল বুঝায় তাকে Past Continuous Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
করতেছিল , কাঁদছেছিল , খেলতেছিল ইত্যাদি ।
বাংলায় চেনার উপায় : করতেছিল , কাঁদছেছিল , খেলতেছিল ইত্যাদি ।
Structure :
sub + was / were + main verb + ing + obj
Example : The foxes were crying in the jungle .
III Past Perfect Tense
অতীত কালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে সংগঠিত হয়েছিল সেটিকে Past Perfect Tense বলে । কিন্তু দুইটি বাক্যের মধ্যে after or before বসে ।
Structure : sub + had + 3rd form of main verb + obj .
Example :
The patient died after the doctor had come .
IV Past Perfect Continuous Tense
যে বাক্য দ্বারা অতীত কালের কোন কাজ দীর্ঘ সময় ধরে চলমান বোঝায় তাকে Past Perfect Continuous Tense বলে ।
বাংলার চেনার উপায় :
ক্রিয়ার শেষে তেছিল , তেছিলাম , ইত্যাদি এবং নিদিষ্ট ও অনিদিষ্ট সময়ের উল্লেখ থাকবে ।
Structure : sub + had been + main verb + ing + since / for + obj .
Example :
1. Keya had been cooking for two hours .
2. He had been singing sons since morning
Future Tense
ভবিষ্যৎ এ কোন কাজ করাকে Future Tense বলে ।
Structure : sub + shall / will + obj
Future tense কে চার ভাগে ভাগ করা যায় নিচে বর্ণনা করা হল ।
1) Future Indefinite Tense
II) Future Continuous Tense
III) Future Perfect Tense
IV) Future Perfect Continuous Tense
I)Future Indefinite Tense
যে বাক্য দ্বারা ভবিষ্যৎ কালের সুনির্দিষ্টি ভাবে কোন কাজ করাকে বোঝায় তাকে Future Indefinite Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
ক্রিয়ার শেষে থাকিবে , করিবে , পড়িবে , ইত্যাদি ।
Structure : sub + shall / will + obj
.Example :
I shall do it .
2. He will play now .
II Future Continuous Tense
যে বাক্য দ্বারা ভবিষ্যৎ কালের কোন কাজ চলতে থাকিবে বোঝায় তাকে Future Continuous Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
বলিতেথাকিবে , করিতেথাকিবে , ঘুমাতেথাকিবে ইত্যাদি ।
Structure : sub + shall be + will be + main verb + ing + obj .
Example :
They will be reading book .
III)Future Perfect Tense
যে বাক্য দ্বারা ভবিষ্যৎ এ কোন নিদিষ্ট সময়ের মধ্যে কোন নিদিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে তাকে Future Perfect Tense বলে ।
বাংলায় চেনার উপায় :
ক্রিয়ার শেষে করিয়া থাকিবে , থাকিবেন , থাকিব ইত্যাদি ।
Structure : sub + shall / will + have + v3 + obj
Example :
You will have heard the name of my friend .
IV ) Future Perfect Continuous Tense
যে বাক্য দ্বারা ভবিষ্যতে কোন কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Perfect Continuous Tense বলে ।
বাংলার চেনার উপায় :
ক্রিয়ার শেষে তেথাকিব , তেথাকিবেন ইত্যাদি
Structure : sub + will have / shall have + main verb + ing + since / for + obj .
Example : They will have been reading till 4p.m.