Quality inspector skills অর্থ উন্নয়ন এবং Inspector অর্থ পরিদর্শক। কোন জিনিসের দা যাচাইকারীকে Quality Inspector বলে। প্রতিটি পোষাকে অংশগুলির সেলাই। মেজারমেন্ট সঠিক কি না, Style অনুযায়ী পোষাক তৈরী হওয়ার সময় লাইনে প্রত্যেক মেশিনের প্রতিটি কাজ গুরুত্বসহকারে দেখা এবং কোন কোন কাজ অলটার হতে পারে এই সমস্ত বিষয়ে বাস্তব জ্ঞান থাকতে হবে। সেডিং ও সেলাই সম্বন্ধে বিশেষ জ্ঞা থাকতে হবে।
Quota (কোটা) যা দুই দেশের সরকার আলোচনা সাপেক্ষে নির্ধারন করে এবং এটি আমদানীকারকের দেশ হতে রপ্তানীকারকের দেশে নির্দিষ্ট কিছু পন্যের শুল্কমুক্ত গমন সুবিধা । Quilling (কোয়িলিং): কাপড় বোনার উদ্দেশ্যে মাকুতে ব্যবহারের জন্য পড়েন সুতা কুইল বা ববিন এ জড়ানোর পদ্ধতি।
1 Quill (কোয়িল) একটি হালকা সরু চোঙ্গাকৃতি কাঠ, ধাতু, কাগজ অথবা, প্লাষ্টিক দ্রব্য জড়ানো থাকে। যার উপরে পড়েন সুতা জড়ানো থাকে এবং যা কাপড় বুননের সময় মাকুতে ব্যবহারের জন্য কাজে লাগে।
Quenching (কোয়েনচিং) The cooling of fiber filaments after extrusion by carefully controlled airflow. এটি হলো একটি পদ্ধতি যা নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহের মাধ্যমে ঠান্ডা করা হয়, তন্তু বের হয়ে আসার পর । Quench (কোয়েন্চ): তা একটি পানিপূর্ণ পাত্র singeing এর পরে স্ফুফিঙ্গ বা আগুন ধরে যাওয়া প্রতিরোধের জন্য কাপড়কে চালনা করা হয় ।
quality inspector
Rating (রেটিং): টেক্সটাইল দ্রব্যাদি পরীক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ডের সাথে তুলনাপূর্বক বস্তুর বা কাপড়ের বা সুতার গুনাগুন নির্নয়ের পদ্ধতি। Raising (জেইচিং) The production of a layer of protruding fibers on the surface of fabrics by brushing, teazling or rubbing. The fabric, in open width, is passed between rotating rollers covered with teazles, fine wires, carborundum, etc., whereby the surface fibers are lifted or broken to give the required effect.
কাপড়ের উপরিতলে ব্রাশিং অথবা ঘর্ষনের সাহায্যে খাড়া আশের স্তর উৎপাদন। কাপড়কে উন্মুক্ত প্রস্থে সূক্ষ্ম বাকানো তার দ্বারা আবৃত ঘূর্নায়মান রোলারের মধ্যে দিয়ে চালনা করা হয়।
যেখানে উপরিতলের আঁশসমূহকে উঠানো হয় অথবা প্রয়োজনীয় ফলাফলের জন্য বিচ্ছিন্ন করা হয়। Rapier Looms (রেপিয়ার লোমস) একটি বা দুইটি rapier পড়েন সুতাকে শেডের ভিতর দিয়ে বহন করে।
একক রেপিয়ার বিশিষ্ট যন্ত্রে রেপিয়ার সম্পূর্ন সুতাকে কাপড়ের একপাশ থেকে অন্যপাশে বহন করে যে তাঁতের মধ্যে তাকে রেপিয়ার লোমস বলে।
Raschel Knit
(নিউ) একধরনের ওয়াপ নিটেড কাপড় যা দেখতে হাতে বোনা কাপড়, ফিতার কাপড় এবং জালের মত। এখানে inlay পদ্ধতিতে টানা সুতার সংযুক্তি করে কাপড়ে বুননের সংখ্যা বাড়ানো যায়। Racked stitch (রেড স্টিচ এক ধরনের নিটিং গ্রুপ যেখানে পিছনের দিকে জীবসহ হেরিংবোন রেখা তৈরী করা হয়।
এই নিটিং সাজাইবার উদ্দেশ্যে সুয়েটারে অথবা পোশাকের প্রাপ্ত বরাবর ব্যবহার করা Rack(রেক): Tricot কাপড়ের গুনাগুন প্রতি রেক কাপড়ের দৈর্ঘ্য (ইঞ্চি) মারা নিরুপন করা হয়।
৪৮০টি আনুভূমিক লুপের পরিমান টানা বুননে Rack প্রকাশ করা হয়। Racking(রেকিং): রেকিং এর ফলে কাপড়ের নমনীয়তা হ্রাস পায় এবং বাকানো বুনন তৈরী হয়।নিটিং যন্ত্রে অবস্থিত নিডল বেডের মধ্যে নিডেলের পাশাপাশি চলাচলকে Racking দ্বারা প্রকাশ করা হয়।
Radiometer (রেডিওমিটার) An instrument used to measure radiant energy. বিকিরিত তাপশক্তি পরমাপক যন্ত্র। Ramie (রেমি) A bast fiber similar to flax obtained from the stalk of a plant grown in China, the U.S., and Japan. Flax. চায়না গ্রাস বা রিয়া বৈজ্ঞানিক নামঃ (Boehmeria nivea বা Beohmria tenacissem) খৃষ্টপূর্ব ৫০০০ থেকে ৩৫০০ অব্দের তৈরী মিশরীয় মমি আচ্ছাদনকারী কাপড় হিসাবে এক প্রকার ছাল জাতীয় আঁশের নিদর্শন পাওয়া যায়, যা রেমি বা চায়না ঘাস নামে পরিচিত।
উপরে উল্লেখিত দুই প্রজাতির প্রথমটি প্রধানত চীন এবং ফরমোজা অঞ্চলে চাষ হয় এবং পরেরটি গ্রীষ্ম প্রধান । B. nivea এর চাষ প্রাগৈতিহাসিক কাল থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে লক্ষ্য করা যায়। আমেরিকার আদিবাসীরা রেমি তন্তু ব্যবহার A অষ্টাদশ এবং উনবিংশ শতাব্দীতে রেমি চাষ পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পরে।
Rayon (রেওন) রেয়ন ফাইবার অথবা তুলা ভিসকস পদ্ধতিতে, কিউপ্রামোনিয়াম পদ্ধতিতে বা অপ্রচলিত নাইট্রোসেলুলুজ এবং সেপনিফাইড এসিটেট পদ্ধতিতে প্রস্তুত করা যায়। প্রক্রিয়াজাত সেলুলোজ থেকে তৈরী ফাইবার যেখানে সর্বোচ্চ ১৫% হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় ।
Raw fiber(র ফাইবার) A textile fiber in its natural state, such as silk “in the gum” and cotton as it comes from the bale. টেক্সটাইল ফাইবারের প্রাকৃতিক অবস্থা, যেমন- আঠালো সিল্ক এবং তুলার গাঁটে থাকা Reed (শানা) : রিড এর সাহায্যে শেডের ভিতর ফেলে যাওয়া Weft yarn কে কাপড়ের শেষ প্রান্তের সাথে মিশিয়ে দেয়া।
Raschel Knit
একধরনের ওয়াপ নিটেড কাপড় যা দেখতে হাতে বোনা কাপড়, ফিতার কাপড় এবং জানের মত। এখানে inlay পদ্ধতিতে টানা সুতার সংযুক্তি করে কাপড়ে বুননের সংখ্যা বাড়ানো যায়। Racked stitch (রেড স্টিচ এক ধরনের নিটিং গ্রুপ যেখানে পিছনের দিকে রীবসহ হেরিংবোন রেখা তৈরী করা হয়।
এই নিটিং সাজাইবার উদ্দেশ্যে সুয়েটারে অথবা পোশাকের প্রাপ্ত বরাবর ব্যবহার করা Rack (কে): Tricot কাপড়ের গুনাগুন প্রতি রেক কাপড়ের দৈর্ঘ্য (ইঞ্চি) যারা নিরুপন করা হয়।৪৮০টি আনুভূমিক লুপের পরিমান টানা বুননে Rack দ্বারা প্রকাশ করা হয়।
Racking(রেকিং)
রেকিং এর ফলে কাপড়ের নমনীয়তা হ্রাস পায় এবং বাকানো বুনন তৈরী হয়।নিটিং যন্ত্রে অবস্থিত নিডল বেডের মধ্যে নিডেলের পাশাপাশি চলাচলকে Racking দ্বারা প্রকাশ করা হয়।
Radiometer (রেডিওমিটার) An instrument used to measure radiant energy. বিকিরিত তাপশক্তি পরমাপক যন্ত্র। Ramie (রেমি)
A bast fiber similar to flax obtained from the stalk of a plant grown in China, the U.S., and Japan.Flax. চায়না গ্রাস বা রিয়া বৈজ্ঞানিক নামঃ (Bochmeria nivea বা Beohmria tenacissem )
খৃষ্টপূর্ব ৫০০০ থেকে ৩৫০০ অব্দের তৈরী মিশরীয় মমি আচ্ছাদনকারী কাপড় হিসাবে এক প্রকার ছাল জাতীয় আঁশের নিদর্শন পাওয়া যায়, যা রেমি বা চায়না ঘাস নামে পরিচিত
উপরে উল্লেখিত দুই প্রজাতির প্রথমটি প্রধানত চীন এবং ফরমোজা অঞ্চলে চাষ হয় এবং পরেরটি গ্রীষ্ম প্রধান অঞ্চলে। B. nivea এর চাষ প্রাগৈতিহাসিক কাল থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে লক্ষ্য করা যায়।
আমেরিকার আদিবাসীরা রেমি তন্তু ব্যবহার করত। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে রেমি চাষ পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পরে।
Rayon (রেওন) রেয়ন ফাইবার অথবা তূলা ভিসকস পদ্ধতিতে, কিউপ্রামোনিয়াম পদ্ধতিতে বা অপ্রচলিত নাইট্রোসেলুলুজ এবং সেপনিফাইড এসিটেট পদ্ধতিতে প্রস্তুত করা যায়।
প্রক্রিয়াজাত সেলুলোজ থেকে তৈরী ফাইবার যেখানে সর্বোচ্চ ১৫% হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় । Raw fiber(র ফাইবার) A textile fiber in its natural state, such as silk “in the gum” and cotton as it comes from the bale.
টেক্সটাইল ফাইবারের প্রাকৃতিক অবস্থা, যেমন- আঠালো সিল্ক এবং তুলার গাঁটে থাকা তুলা। Reed (শানা) : রিড এর সাহায্যে শেডের ভিতর ফেলে যাওয়া Weft yarn কে কাপড়ের শেষ প্রান্তের সাথে মিশিয়ে দেয়া।