Motif

Label & Motif পোশাকের মধ্যে কোন না কোন প্রকার লেবেল না লাগিয়ে উহা বিক্রি করা যায় না, বিশেষ করে পোশাক রপ্তানীর করার ক্ষেত্রে পোশাকের মধ্যে লেবেল থাকা বাধ্যতামূলক। লেবেল বলতে পোশাকের মধ্যে লাগানো একটি কমপোনেন্ট বা অংশকে বুঝায় যাতে ঐ পোশাক সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে, যেমন পোশাকটির সাইজ, আঁশের ধরন পরিচর্যা সংক্রান্ত তথ্য, কোন দেশের তৈরী, কোন কোম্পানীর তৈরী, ট্রেড মার্ক ইত্যাদি। উল্লেখিত সকল তথ্যই অথবা আংশিক তথ্য একটি পোশাকের লেবেলে থাকতে পারে। বিশষ করে পোশাকের সাইজ লেবেল প্রায় সব পোশাকের লেবেলেই থাকে। লেবেল সাধারণত সেলাই করে পোশাকের মধ্যে লাগানো হয়। লেবেল বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের হতে পারে। সাধারণত দামী পোশাকে দামী লেবেল এবং কমদামী পোশাকে কম দামী লেবেল লাগানো হয়।

Label

লেবেল বলতে পোশাকের মধ্যে লাগানো একটি কমপোনেন্ট বা অংশকে বুঝায় যাতে ঐ পোশাক সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে যেমন: পোশাকের সাইজ, আঁশের ধরন, পরিচর্যা সংক্রান্ত তথ্য, কোন দেশের তৈরী, কেন কোম্পানীর তৈরী, ট্রেড মার্ক ইত্যাদি।

Lace

ইহা চিকন বা লম্বা হয়ে থাকে। প্রাকৃতিক বা সিনথেটিক উভয় প্রকার এর ফাইবার দ্বারা তৈরী করা হয়। পোশাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়।

Lapel

কোর্ট বা জ্যাকেটের ফোর পার্টের উপরের প্রান্ত ভাঁজ করে ফোর পার্টের উপর ব্রেক হতে গলা পর্যন্ত যে অংশ তৈরী করা হয় তাকে লেপেল বলে।

Lay (লে) ঃ কাপড় কাটার পূর্ব প্রস্তুতি হিসেবে মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী একাধিক পরতার স্তর হিসেবে কাপড় বিছানো হয়। কাপড়ের এরুপ স্তরকে লে বলে।

Laying up

(লেইং আপ) : কাপড়ের লে তৈরী করার প্রক্রিয়াকে লেইং আপ বলে। Laser : ( লেসার); A device for producing an intense beam of coherent light. লেসার একদিকে চালানোর যন্ত্রআলোক রশ্মিকে তীব্র করে

Lay pin

কাপড়ের লে এর মধ্যে যে স্থানে বরাবর কাপড় কাটার সময় ওয়েষ্টেজ হিসেবে গণ্য হবে উক্ত স্থান বরাবর ১০-১৫ সেন্টিমিটার লম্বা ও মোটা মাথা বিশিষ্ট স্টিলের চিকন পিন প্রবেশ করিয়ে দেওয়া হয় যাতে কাপড় কাটার সময় কাপড়ের লে এর মধ্যস্থ কাপড়ের পরতাসমূহ সহজে নড়াচড়া করতে না পারে। ঐরুপ পিনকে লে পিন বলে।

Motif

Lay planning

মার্কারের মধ্যে একটি পোশাকের প্রয়োজনীয় সাইজ অথবা সাইজসমূহের সকল প্যাটার্ন পিছগুলোকে মূলত কাপড়ের অপচয় কমানোর লক্ষ্যে যে পরিকল্পনা অনুযায়ী বিছানা হয় তাকে লে প্লানিং বলে।

Lashing

কোটের বিভিন্ন অংশের প্রান্তের অথবা ফেসিং এর ছিমের সাথে ইন্টারলাইনিং অথবা পোশাকের কাপড়কে ব্লাইন্ড স্টিচের সাহায্যে জোড়া লাগানোকে লেশিং বলে।

Lapping

A term describing the movement of yarn guides between needles. লুপ তৈরি হয় ল্যাপিংয়ের কারণে ।

Lapel : The part of a garment that is turned back in the front. ল্যাপেল হলো কোর্টের কলারের ভাঁজ করা অংশ যা অনেক সুন্দর দেখায়।

Latent crimp: (প্যাটেন্ট ক্রীম্প): Crimp in fibers that can be developed by a specimen treatment. ল্যাটেন্ট ক্রীম্প হলো কোন আঁশকে নির্দিষ্ট পরিমাণ আকৃতি দেয়া।

Latch needle: (ল্যাচ নিन) A needle having a terminal hook closed by a pivoting latch. ল্যাচ নিল হলো এক ধরনের সুঁচ যেখানে হুক থাকে নিটিং মেশিনে এটি ব্যবহার করা হয়।

Lastrile fiber: (লাস্ট্রিল ফাইবার): A manufactured fiber in which the-fiber forming substance is a copolymer of acrylonitirle. লাস্ট্রিল ফাইবার হলো এক ধরনের মানুষের তৈরি আঁশ বা কৃত্রিম আশ ।

Lawn

A light, thin cloth. লন হলো সূক্ষ্ম বস্তুবিশেষ যা পরিধানে আরামদায়ক।

Laundering:

(পনডারিং): A process intended to remove soils. লনডারিংহলো কাপড় ধুয়ে শুকানোর প্রক্রিয়া ফলে কাপড়ের ময়লা পরিস্কার হয়।

Leveling

Migration leading to uniform distribution of dye in a dyed material. লেভেলিং হলো কাপড়ের সব আয়গায় সমান রং করা।

Leuco dye

A soluble reduced form of a dye from which the original dye may be regenerated by oxidation. লিউকো ডাই হলো এক ধরনের রঞ্জক পদার্থ যা পানিতে দ্রবীভূত হয়।

Let off motion (লেট অফ মোশন): A device for controlling the delivery and tension of the warp during weaving. লেট অফ মোশন হলো এক ধরনের গতি ।যে গতির প্রয়োজন কাপড় তৈরি করার জন্য।

‘L’ designation

এল ডেজিগনেশন): Light fastness এর LI 18 কে বুঝায় । Laboratory sample: (ল্যাবরেটরী স্যাম্পল): A portion of material taken to represent the lot sample or the original material and used in laboratory as a source of test specimen. tanima. I ল্যাবরেটরী স্যাম্পল হলো ল্যাবে যে নমুনাসমূহ পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়।

Laid in fabric (warp knitted

(লেইড ইন ফেব্রিক ওয়ার্স নিটেড): মূল কাপড়ের ওপরের লুপ এবং নিচের লুপের মাঝে নকশা অনুযায়ী বিন্যস্ত থাকে এই ধরনের টানা সুতার দিকে বোনা কাপড়ে এক বা একাধিক টানা সুতা থাকে এগুলোকে লেইড ইন ফেব্রিক ওয়ার্স নিটেড বলে

। Laid in fabric (weft knitted

পেইড ইন ফেব্রিক-ওয়েট নিটেড): A fabric containing non-knitted yarns which effect in tucked in are held is position by the knitted structure. মূল কাপড়ের সাথে বুননে অংশ নেয় না এই ধরনের পড়েন সুতার দিকে বুনা কাপড়ে এক বা একাধিক পড়েন সুতা থাকে । Laid in yarn (লেইড ইন ইয়ান): The yarn which is used for designing.

Leave a Comment