বিশ্বকাপে আর্জেন্টিনার চুড়ান্ত একাদশ
বিশ্বকাপে আর্জেন্টিনার চুড়ান্ত একাদশ
বিশ্বকাপে আর্জেন্টিনার চুড়ান্ত একাদশ এবারের বিশ্বকাপে পটেনশিয়াল ইন মাঝারি দলগুলো ডিফেন্সিভ ফুটবল খেলা। অস্ট্রেলিয়া ডেনমার্ক সার্বিয়ার সুইজারল্যান্ড এরা ডিফেন্সে খুব ভালো।দলকে জোরালো রাখে সুযোগে পতি আক্রমণ থেকে গোল তুলে নেয়।
কিন্তু এবার দেখলাম বড় দলের বিরুদ্ধে তারা যেন হাজার আগেই হেরে বসে আছে। গোল করার কোনো ইচ্ছে নেই জেতারো ইচ্ছা নেই। আর্জেন্টিনা শেষ দুটি খেলায় মেক্সিকো পোল্যান্ডের কোন তগিদ দেখা গেলোনা গোল করায়।
বিশ্বকাপে আর্জেন্টিনার চুড়ান্ত একাদশ
জায়গায় খালি স্টার আক্রমণে মাঝখানে দলের প্রাণভোমরা লিওনেল মেসি ডানদিকে না বামদিকে লতারও মার্টিনেজ জায়গায় এবারে ম্যানসিটিতে হল্যান্ডের বদলি হিসেবে চমকে দেওয়া পুল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডিমারিয়াকে উঠিয়ে নেওয়া হয় পরবর্তীতে দেখা যায় তার বাম পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়েছে। এটা ইনজুরি বা বড় কোনো সমস্যা নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একাদশে তাকে খেলা নিয়ে এখনো কোনো আপডেট পাইনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। লাউতারো মার্টিনেজ এঞ্জেল কোরেয়া লিয়েনড্রো প্যারেডেস এবং লিসন্দ্র মার্টিনেজ ইনস্টিটিউটের থাকবেন।
আরো পড়ুন = কাতার বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী
আরো পড়ুন = ফুটবল বিশ্বকাপ কে বানিয়েছে
আরো পড়ুন = বিশ্বকাপ ফুটবল কে কতবার কাপ নিয়েছে
দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশঃ
- J. ALVAREZ
- L. MESSI
- D. MARIA
- M. ALLISTER
- FERNANDESZ
- DE PAUL
- M. ACUNA
- N. OTAMENDI
- C. ROMERO
- N. MOLINA
- E. MARTINEZ