
বাংলাদেশ বিমান বাহিনী ৮৭ পরীক্ষার সময়সূচী 2022
শিক্ষাগত যোগ্যতা
বাংলাদেশ বিমান বাহিনী ৮৭ পরীক্ষার সময়সূচী 2022 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমান
শাখা = উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড-এ ।
ইঞ্জিনিয়ারিং= উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ রসায়ন ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি= উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নিধারণ হবে
এডমিন =উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ ।
Also my link..
এসএসসি ২০১৫ সালের বোর্ড প্রশ্ন ইংরেজি ২য় পত্র
GCE ‘ও’এবং’এ’লেভেল
‘ও’লেভেলে পদার্থ ও গণিত – সহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড-বি ।
‘ও’ লেভেলে পদার্থ রসায়ন ও গণিত – সহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’এবং ‘এ’ লেভেলে পদার্থ রসায়ন ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড- ‘বি‘
ও ‘ লেভেলে পদার্থ ও গণিত – সহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত – এ ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ শেষে নির্ধারণ করা হবে ।
‘ ও ‘ লেভেলে কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘ বি ’
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব= বাংলাদেশি পুরুষ / মহিলা নাগরিক ।
বৈবাহিক অবস্থা= অবিবাহিত ।
বয়স= ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর ( ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় ।
পুরুষ প্রার্থীর জন্য=উচ্চতা = কমপক্ষে ৬৪ ইঞ্চি ।
বুকের মাপ = : কমপক্ষে ৩২ ইঞ্চি । প্রসারণ : ২ ইঞ্চি ।
মহিলা প্রার্থীর জন্য= উচ্চতা= জিডি ( পি ) – কমপক্ষে ৬৪ ইঞ্চি । অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি ।
বুকের মাপ =কমপক্ষে ২৮ ইঞ্চি । প্রসারণ : ২ ইঞ্চি ।
ওজন = বয়স ও উচ্চতানুযায়ী ।
চোখ = জিডি ( পি ) শাখার প্রার্থীদের জন্য দু চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standard – I অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে ।
প্রার্থীর জন্য অযোগ্যতা
সেনা / নৌ / বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত / অপসারিত / স্বেচ্ছায় অবসর গ্রহণ ।
আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত ( একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে ) ।
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ।
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত ।
৫। প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক ( LASIK ) করা হলে গ্রহণযোগ্য নয় । ১৯ বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ ( ছয় ) মাস অতিবাহিত হতে হবে ।
প্রশিক্ষণ ও কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে । কমিশনপ্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক ( সম্মান ) ডিগ্রি প্রদান করা হবে ।
নির্বাচন পদ্ধতি
১। প্রাথমিক লিখিত পরীক্ষা : আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ , শুধুমাত্র এডমিন শাখার জন্য : আইকিউ ইংরেজি ও সাধারন জ্ঞান ২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা।
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা ; ৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ( আইএসএসবি ) ; ৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ ( সিএমবি ) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ ( সিএফএসবি )
বি.দ্র : পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ( মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি ) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ ।
বাংলাদেশ বিমান বাহিনী ৮৭ পরীক্ষার সময়সূচী 2022
অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরর্তী সুবিধাদি
ক্যারিয়ার= বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ । এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার লজিস্টিক অফিসার , এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ । |
বিদেশে প্রশিক্ষণ = প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশনপ্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেট এবং অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ ।
উচ্চ শিক্ষা সুবিধা= বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি , বাংলাদেশ | ইউনিভার্সিটি অব প্রফেশনালস – সহ দেশে / বিদেশে মাস্টার্স ও পিএইচডি – সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ ।
জাতিসংঘ মিশন= জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ ।
বাংলাদেশ দূতাবাস= বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক / সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ ।
বাসস্থান ও রেশন= নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়ন= সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বিইউপি | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল / কলেজে ( বাংলা ও ইংলিশ ভার্সন ) এবং ইংলিশ মিডিয়াম ( ব্রিটিশ কারিকুলাম ) এ অধ্যয়নের সুযোগ |
যাতায়াত= বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ ।
গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট= শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস – এ প্লট প্রাপ্তির সুযোগ ।
চিকিৎসা= সামরিক হাসপাতালে নিজ , স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ । পাশাপাশি | সামরিক হাসপাতালে পিতা ,মাতা ,শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে ।
শাখা পরিবর্তনের সুযোগ= উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।
বিশেষ সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক ১০,০০০ / – টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস ( বিইউপি ) এর অধীনে বিএসসি ( সম্মান ) এরোনটিক্স ডিগ্রি অর্জন।
Note
২০২২ স’লর এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে ।
পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮ : ০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
সরাসরি www.joinbangladeshairforce .mil. bd ওয়েবসাইটে Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০ / টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে ।প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে ‘Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে ।
উক্ত আবেদেনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি ( অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত অইতে হবে ) শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
পরীক্ষার তারিখ
২২ , ২৩ , ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬ , ০৮ , ১৫ মার্চ ২০২২ ০৩ , ০৫ , ১০ , ১২ , ১৯ , ২৪ , ২৬ এপ্রিল ২০২২ ১০ , ১১ , ১৭ , ১৮ , ২২ , ২৪ , ২৯ , ৩১ মে ২০২২ ০১ , ০৫ , ২৮ জুন ২০২২ ০৩ , ০৫ , ১৭ , ১৯ , ২৪ , ২৭ জুলাই ২০২২ ০১ , ২১ , ২৮ , ৩০ আগস্ট ২০২২ ০৪ , ১১ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষা কেন্দ্র
সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য : বাদশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র , পুরাতন বিমানবন্দর , তেজগাঁও , ঢাকা -১২১৫ ।
অনলাইনে আবেদনের পর প্রার্থী উল্লেখিত পরীক্ষার তারিখ গুলোর যে কোন দিন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।
অনলাইনে আবেদনের সময়সীমা : ১৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৯ সেপ্টেম্বর ২০২২ ।
শর্ত : সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে ।
Click link and apply
👎👎👎👎
বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে লগ ইন করুন