Sports

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী – আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী০২২  টি-২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও শুরু হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022  সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এইমাত্র আইসিটি ঘোসানা করলো ICC T20 world cap 2022 ভেনিউ কোন কোন দেশ অংশগ্রহণ করছে সেই সব টিম সহ সম্পূর্ণ সিডিউল সালে আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী

ব্যবস্থা টি-টোয়েন্টি বিশ্বকাপ সচরাচর এক বা দু’বছর পরে হবার নিয়ম থাকলেও যেহেতু কত কিছু সময় জুড়ে করোনা পরিস্থিতির জন্য বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ ছিল তাই আইসিসি ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২২ অর্থাৎ আর মাত্র কয়েক মাস পরে আবারও আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২ এ বন্দোবস্ত করেছে আর যার জন্য এই মাত্র আইসিসি জেতার স্টার্টিং ডেট সহ ভেন্যু অংশগ্রহন কারী টিম গুলির নাম অফিশিয়ালি ভাবে ঘোষনা করলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী

ম্যাচ নংতারিখদলসময়ভেন্যু
০১১৬/১০/২২শ্রীলঙ্কা Vs নামিবিয়া১০.০AMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
০২১৬/১০/২২কো.২ Vs কো.৩২.০PMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
০৩১৭/১০/২২ইন্ডিজ Vs স্কটল্যান্ড১০.০PMওভাল
০৪১৭/১০/২২কো.১ Vs কো.৪২.০PMওভাল
১৮/১০/২২নামিবিয়া Vs কো.৩১০.০PMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
০৬১৮/১০/২২শ্রীলঙ্কা Vs কো.২২.০PMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
০৭১৯/১০/২২স্কটল্যান্ড Vs কো.৪১০.AMওভাল
০৮১৯/১০/২২ও.ইন্ডিজ Vs কো.১২.০PMওভাল
০৯২০/১০/২২শ্রীলঙ্কা Vs কো.৩১০.০AMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
১০২০/১০/২২নামিবিয়া Vs কো.২২.0PMকার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
১১২১/১০/২২ও.ইন্ডিজ Vs কো.৪১০.০AMওভাল
১২২১/১০/২২স্কটল্যান্ড Vs কো.১১০.০AMওভাল
সুপার ১২👨‍🦯👩‍🦯
১২২২/১০/২২নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া১.০PM
১১২২/১০/২২ইংল্যান্ড Vs আফগানিস্তান২.০PM
১৩২৩/১০/২২গ্রুপ এ চ্যাম্পিয়ন Vs গ্রুপ বি রানারআপ১.০PMসিডনি
১৪২২/১০/২২ভারত Vs পাকিস্তান১০.০AMপার্থ
১৫২৩/১০/২২বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপ২.০PMওভাল
১৬২৩/১০/২২দ.আফ্রিকা Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন১০.০AMমেলবোর্ন
১৭২৪/১০/২২অস্ট্রেলিয়া Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন২.০PMওভাল
১৮২৪/১০/২২ইংল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ২.০PMওভাল
১৯২৫/১০/২২দ. আফ্রিকা Vs বাংলাদেশ১০.০PMপার্থ
২০২৬/১০/২২ভারত Vs গ্রুপ এ রানারআপ২.০PMমেলবোর্ন
২১২৬/১০/২২পাকিস্তান Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন৯.০AMমেলবোর্ন
২২২৭/১০/২২আফগানিস্তান Vs গ্রুপ বি রানারআপ১.০PMসিডনি
২৩২৭/১০/২২ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া২.০PMসিডনি
২৪২৭/১০/২২নিউজিল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন১০.০PMপার্থ
২৫২৮/১০/২২বাংলাদেশ Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন২.০PMমেলবোর্ন
২৬২৮/১০/২২পাকিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন২.০ PMমেলবোর্ন
২৭২৬/১০/২২ভারত Vs দ. আফ্রিকা৮.০AMসিডনী
২৮৩০/১০/২২অস্ট্রেলিয়া Vs গ্রুপ বি রানারআপ১০.AMব্রিজবন
২৯৩০/১০/২২আফগানিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন২.০PMপার্থ
৩০৩০/১০/২২ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড১.০PMপার্থ
৩১৩১/১০/২২গ্রুপ বি চ্যাম্পিয়ন Vs গ্রুপ এ রানারআপ৯.০AMব্রিজবন
৩২০১/১১/২২বাংলাদেশ Vs ভারত১.০PMব্রিজবন
৩৩০১/১১/২২পাকিস্তান Vs দ.আফ্রিকা৯.৩০ AMব্রিজবন
৩৪
০২/১১/২২নিউজিল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ১.৩০ PMএডিলেড
৩৫০২/১১/২২অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান২.০PMএডিলেড
৩৬০৩/১১/২২ইংল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন৯.৩০AMসিডনি
৩৭০৪/১১/২২দ. আফ্রিকা Vs গ্রুপ এ রানারআপ১.৩০PMএডিলেড
৩৮০৪/১১/২২বাংলাদেশ Vs পাকিস্তান২.০PMএডিলেড
৩৯০৫/১১/২২ভারত Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন৫.৩AMসিডনি
৪০০৬/১১/২২৯.৩০AMএডিলেড
৪১০৬/১১/২২সেমিফাইনাল২.০PMএডিলেড
৪২০৬/১১/২২সেমিফাইনাল ১২.০০ Mমেলবোর্ন
৪৩০৯/১০/২২সেমিফাইনাল ২১.৩০PMসিডনি
ফাইনালএডিলেড
৪৫১৩/১১/২২ফাইনাল২.০PMমেলবোর্ন

 

You may also like…

প্রশ্ন= টি টোয়েন্টি বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?

 টি-২০ বিশ্বকাপের ২০২২ স্টার্টিং ডেট জানার আগে অংশগ্রহণকারী দেশ ও ফরম্যাটের কথা বললে ২০২২ টি-২০ বিশ্বকাপে বিশ্বের ১৬ টি দেশ অংশগ্রহণ করবে। যার মধ্যে অলরেডি ৮ টি টিম।

 • অস্ট্রেলিয়া
 • ইংল্যান্ড
 • ইন্ডিয়া
 • পাকিস্তান
 • নিউজিল্যান্ড
 • সাউথ আফ্রিকা
 • আফগানিস্তান
 • বাংলাদেশ

প্রশ্ন= টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট কার?

 এমন পরিস্থিতিতে বাংলাদেশ যাঁর দিকে তাকিয়ে থাকে সেই সাকিব আল হাসান এসে নবম ওভারে ভাঙলেন জুটি, গড়লেন টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। শহীদ আফ্রিদির সঙ্গে সমান ৩৯ উইকেট নিয়ে রেকর্ডটিতে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। আজ নবম ওভারে নিশাঙ্কাকে বোল্ড করে রেকর্ডটি নিজের করে নেন সাকিব ২৯ ম্যাচে ৪০ উইকেট।

প্রশ্ন= টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান কে করেছে?

ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে আজ ১০৫ রানের ইনিংস খেলার পথে ছোট ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক হন গাপটিল।

টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী ২০২২

অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। আর ৮ টি টিম যাদের মধ্যে

 • ওয়েস্ট ইন্ডিজ
 • শ্রীলঙ্কা
 • স্কটল্যান্ড
 • নামেবিয়া

আছে এদেরকে বিশ্বকাপের মূলপর্বে অর্থাৎ সুপার টু এন্ড রাউন্ড এর আগে ফাস্ট রাউন্ড বা কোয়ালিফিকেশন রাউন্ড খেলা বিশ্বকাপ ২০২১ এ কোয়ালিফাই করতে হবে।

আর ফরমাট আর কথা বললে এ বিশ্বকাপে ও আমরা মোট ৪৫ টি ম্যাচ দেখতে পাবো। যেখানে প্রথমে আর্টি টিমকে নিয়ে কোয়ালিফায়ার ম্যাচ হবে উপরে কোয়ালিফাই হওয়া বাড়বে টিমকে নিয়ে সুপার টুয়েলভ ও তারপর দুটো সেমিফাইনাল ও একটি ফাইনাল দিয়েই বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

ICC T20 World Cup 2022

এখনই 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও অস্ট্রেলিয়া কথা বললে 2022 এর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ সুপার লিগ ফাইনাল সেমিফাইনাল সবকটাই অস্ট্রেলিয়ার ছটি স্টেডিয়াম আয়োজিত হবে।

এখন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টার্টিং ডেট অফ সিডিউলের কথা বললে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2
২০২২ আগামী ১৬ ই অক্টোবর থেকে শুরু হবে এবং ১৩ ই নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল দিয়ে বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

যেখানে এই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ বা গোলোবাল কোয়ালিফিকেশন ম্যাচ আসন্ন ফেব্রুয়ারি মে মাসে কাতারের বুকিং অনুষ্ঠিত হবে। যেখানে নেপাল ভুটান জিম্বাবে সহো ১৬ টি অ্যাসোসিয়েটেড কান্ট্রি অংশগ্রহণ করবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button