গণিত সবচেয়ে সহজ সাজেশন SSC 2022 | সকল বোর্ড
অধ্যায় | বিষয়বস্তু | ||
২য় অধ্যায় | সেট ও ফাংশন | বীজগণিত অংশ থেকে ৩ টি প্রশ্ন আসবে | |
বীজগণিত | ৩য় অধ্যায় | বীজগাণিতিক রাশি | " |
৪থ অধ্যায় | সূচক ও লগারিদম | " | |
১৩ অধ্যায় | সসীম ধারা | বীজগণিত অংশ থেকে ৩ টি প্রশ্ন আসবে | |
জ্যামিতি | ৭ম অধ্যায় | ব্যবহারিক জ্যামিতি | জ্যামিতি অংশ থেকে ৩ টি প্রশ্ন আসবে |
জ্যামিতি | ৮ম অধ্যায় | বৄও | জ্যামিতি অংশ থেকে ৩ টি প্রশ্ন আসবে |
ত্রিকোণমিতি | ৯ম অধ্যায় | ত্রিকোণমিতিক অনুপাত | ত্রিকোণমিতি অংশ থেকে ২ টি ও পরিমিতি অংশ থেকে ১ টি প্রশ্ন আসবে |
১৬ম অধ্যায় | পরিমিতি | পরিসংখ্যান অংশ থেকে ২ টি প্রশ্ন আসবে | |
পরিসংখ্যান | ১৭ ম অধ্যায় | পরিসংখ্যান | |
বীজগণিত অংশ থেকে প্রশ্ন আসবে : ৩ টি
জ্যামিতি অংশ থেকে প্রশ্ন আসবে : ৩ টি
ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে প্রশ্ন আসবে : ৩ টি
পরিসংখ্যান অংশ থেকে প্রশ্ন আসবে : ২ টি
মোট প্রশ্ন আসবে : ১১ টি
উত্তর দিতে হবে যেকোনো : ৪ টি
এমন কোনো নিয়ম নেই যে , কোন্ অংশ থেকে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে । তোমাদের শুধুমাত্র ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে । যে কোনো ৪ টি ।
গুরুত্বপূর্ণ পরামর্শ
পরামর্শ : ১
বীজগণিত । অধ্যায় আছে ৪ টি । ২ , ৩ , ৪ , ১৩। প্রশ্ন আসবে ৩ টি ।
এখান থেকে যে কোনো ১ টি অধ্যায় বাদ দিতে পারবে । কোন অধ্যায়টি তোমার কাছে কঠিন লাগে সেটা নিজেই বাদ দিয়ে দাও । আমার মতে এবছর ৪ র্থ অধ্যায় বাদ দেয়া যেতে পারে ।
আরো পডুন…. Aim in life Compositions
বীজগণিত অংশ থেকে চেষ্টা করবে ২ টি প্রশ্নের উত্তর দেয়ার।
পরামর্শ : ২
জ্যামিতি । অধ্যায় আছে ২ টি । ৭ ও ৮। প্রশ্ন আসবে ৩ টি ।
এখান থেকে যে কোনো ১ টি অধ্যায় বাদ দিতে পারবে । আমার মতে এবছর ৮ ম অধ্যায় বাদ দিতে পারো । কারণ বৃত্তের এই অধ্যায়টি অনেক বড় । তবে যারা জ্যামিতিতে দুর্বল কিংবা জ্যামিতিকে ভয় পাও , তারা জ্যামিতি অংশটাই বাদ দিতে পারো । কারণ জ্যামিতি অংশ ছাড়াও ৪ টি প্রশ্নের উত্তর দেয়া সম্ভব।
পরামর্শ : ৩
ত্রিকোণমিতি : অধ্যায় আছে ১ টি । ৯ ম অধ্যায় । প্রশ্ন আসবে ২ টি ।
এই অধ্যায়টি অনুশীলন করা উচিত । এখানে থেকে ১ টি প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারবে ।
পরামর্শ : ৪
পরিমিতি । অধ্যায় আছে ১ টি । ১৬ অধ্যায় । প্রশ্ন আসবে ১ টি ।
অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন লাগে । তাই বাদ দেয়া যেতে পারে । এই অধ্যায় বাদ দিলেও অনায়াসে ৪ টি প্রশ্নের উত্তর দিতে পারবে ।
পরামর্শ : ৫
পরিসংখ্যান । অধ্যায় আছে ১ টি । ১৭ অধ্যায় । প্রশ্ন আসবে ২ টি ।
আছে ১ টি । ১৭ অধ্যা অনেকের কাছেই পরিসংখ্যান সহজ লাগে । ১ টি প্রশ্নের উত্তর তো দেয়া যাবেই । মনে হয় ২ টিও দিতে পারবে ।
তাই যেভাবে ৪ টি প্রশ্নের উত্তর দিতে পারো ।
১ ) বীজগণিত ৩ টি + পরিসংখ্যান ১ টি = মোট ৪ টি
২ ) বীজগণিত ২ টি + পরিসংখ্যান ২ টি = মোট ৪ টি =
৩ ) বীজগণিত ১ টি + পরিসংখ্যান ২ টি + ত্রিকোণমিতি ১ টি = মোট ৪ টি
৪ ) বীজগণিত ১ টি + জ্যামিতি ১ টি + ত্রিকোণমিতি ১ টি + পরিসংখ্যান ১ টি = মোট ৪ টি
অথবা অন্য যেকোনো ভাবে তোমরা ৪ টি প্রশ্নের উত্তর দিতে পারো ।
গণিত সবচেয়ে সহজ সাজেশন SSC 2022 | সকল বোর্ড ) মনে রাখবে , বাসা থেকে আমরা যেভাবেই পরিকল্পনা করে যাও না কেন , পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে যেতে পারে । তাই যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে ।
গণিতের সৃজনশীল সমাধান ও নৈর্ব্যক্তিক সমাধান পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন