করোনার টিকা কেন্দ্র পরিবর্তন Covid-19
আসসালামুয়ালাইকুম আমরা যারা করোনার টিকা কেন্দ্র পরিবর্তন Covid-19 কোভিট ১৯ করুণা ভাইরাসের টিকার কেন্দ্র চেঞ্জ করতে চাই তাদের জন্য সুখবর।
যে কোন কারণবশত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিকানা নিবন্ধন করে ফেলেছি। কিন্তু সে জায়গায় আপনি যে টিকা নিতে চান সেটি নাই অথবা আপনার জায়গা থেকে অনেক দূরে কিন্তু আপনি নিবন্ধন করে ফেলেছেন।
সে ক্ষেত্রে কিভাবে আপনি টিকা কেন্দ্র পরিবর্তন করবেন। আসলে লিগের এটিকের কেন্দ্র পরিবর্তন করার সিস্টেম নেই কিছু।
কিন্তু কিছু টিপস অনুযায়ী করলে এটা আসলেই চেঞ্জ করা যায় বা সম্ভব। আমরা যারা টিকা নিয়েছি বা ভালো টিকা নিতে চাই যেমন, ফাইজার বা অন্যন্য টিকাগুলো ,তারা এই টিপসটি অবলম্বন করে টিকার কেন্দ্র চেঞ্জ করতে পারেন।
বা কারণবশত যদি আপনি বিদেশ যেতে চান কিন্তু আপনি আগে টিকা নিয়ে ফেলেছেন। বিদেশ যেতে হলে আপনাকে টিকা কেন্দ্র চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন।
করোনার টিকা কেন্দ্র পরিবর্তন Covid-19
প্রথমে আপনি সুরক্ষায় app এ ঢুকে আপনি যে এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছিলেন যেই এনআইডি কার্ড কত সংখ্যা সেট আগে জানতে হবে। যদি আপনার এনআইডি ১৩ সংখ্যা হয় তাহলে আপনি আপনার জন্ম সালটা সামনে বসাই দিবেন তারপরে 13 সংখ্যা বসিয়ে করবেন হয়ে যাবে।
যেমন= ধরেন আপনার বয়স ১৯৮৯+১৩ সংখ্যা দিয়ে করবেন হয়ে যাবে।
আর যদি আপনার এনআইডি কার্ড ১৭ সংখ্যার বা ১০ সংখ্যার তাদের জন্য এই টিপসটি কাজে লাগবে না তাদের জন্য অন্য টিপস আছে।
যাদের এনআইডি কার্ড ১০ বা ১৭ সংখ্যা তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটি করা যাবে কিন্তু একটু সময় নিয়ে অনলাইনে যেতে হবে সেখান থেকে আপনার এনআইডি নাম্বার দিয়ে পিন নাম্বার টা বের করতে হবে।
এই পিন বের করার পরে আপনি সুরক্ষায় app যেভাবে নিবন্ধন করতে হয় সেভাবে নিবন্ধন করলেই হয়ে যাবে। এই পিনটি কিভাবে বের করতে হয় সেটি আপনাদের আমি বলে দিচ্ছি।
পিন বের করার জন্য নিচের লিঙ্কটাতে ক্লিক করুন।
এই অ্যাপসটি ডাউনলোড করুন 👉 app link
এই অ্যাপটা নামার পরে আপনার এনআইডি কার্ডের পিছনে একটা স্ক্যানার পাবেন সেটি অ্যাপে ধরুন।
তারপরে আপ পিনটা এভাবে শো করবে এ পিন টি নিয়ে নিন। যে ভাবে আগে নিবন্ধন করে ছেন আগের নিয়মে নিবন্ধন করুন ইনশাল্লাহ হয়ে যাবে।
আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কাজটি করে দিব