ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় How to speak English
ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় How to speak English
প্রথম দিন 1st Day
ইংরেজিতে অভিবাদন করা
ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় তাহলে আমরা প্রথম দিনের কোর্সটা অভিবাদন দিয়েই আরম্ভ করি ! সাক্ষাৎ হলে হিন্দুরা ‘ নমস্কার , কেমন আছেন , ‘ মুসলমানেরা ‘ আসসালামু আলাইকুম্ ’ ও শিখেরা ‘ সত্রী অকাল ‘ ইত্যাদি বলে সম্ভাষণ করেন । ইংরেজি ও বাংলায় সম্ভাষণের প্রভেদ এই যে বাংলাতে এগুলোর রূপ দিনে বা রাত্রে কোন সময়েই বদলায় না , আর ইংরেজিতে সকাল , সন্ধ্যা , রাত্রি ইত্যাদি সময়ে সম্ভাষণ করার রূপ বদলে যায় ।
সাধারণ কথাবার্তায় সম্ভাষণের রূপ
ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত
1. সুপ্রভাত , দাদামশায় ! > Good morning , grand’pa [ গুড্ মরনিং , গ্রান্ডপা ]
1. সুপ্রভাত , বাবা ! >Good morning , dad [ গুড্ মরনিং , ড্যাড ]
3. সুপ্রভাত ! >Good morning , my son [ গুড্ মরনিং , মাই সন্ ]
বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত
4. নমস্কার , দিদিমা ! >Good afternoon , grand’ma [ গুড্ আফটারনূন , গ্রান্ডমা ]
5. নমস্কার , মা ! >Good afternoon , mummy [ গুড্ আফটারনূন , মাম্মি ]
6. বেঁচে থাকো গো মেয়ে ! >Good afternoon , my daughter [গুড্ আফটারনূন মাই ডটার]
13. যাই , বাচ্চারা ! > Good bay children
14. যাচ্ছি / বিদায় ! > Bay Bay
15. বিদায় , প্রিয়ে । > Farewell my Love
16. আচ্ছা , আবার দেখা হবে । > Hope to see you again/so Long
7. কাকা , নমস্কার । >Good evening , uncle [ গুড্ ইভনিং , আংকল ]
৪. কাকীমা , নমস্কার । >Good evening , aunty ( গুড ইভনিং , আন্টি ]
9. ভ..লাই আছি সোনামণি ! >Good evening , my child ( গুড্ ইভনিং , মাই চাইল্ড ]
রাত্রে বিদায় নেওয়ার সময়
10. শুভ রাত্রি । > Good night [ গুড নাইট্ ]
11. সুখে নিদ্রা যাও । দিনে – রাত্রে যে – কোন সময়ে >Sweet dreams , darling ( সুইট ড্রিম্স , ডারলিং
12. আজকের মত তাহলে আসি , স্যার । >Good day to you , Sir [ গুড্ ডে টু ইউ , স্যার ]
স্বরণীয় [ To Remember ]
ইংরেজি ও বাংলাতে ভাবপ্রকাশের প্রভেদ
1. প্রত্যেক দেশের সভ্যতা ও আদব – আপ্যায়ন করার নিয়ম ভিন্ন ভিন্ন হয় । বাংলাতে সম্মান দেখানোর জন্য নামের পরে ‘ বাবু ’ , ‘ মহাশয় ‘ ইত্যাদি বলা বা লেখা হয় । ইংরেজিতে কিন্তু সেরকম কিছু হয় না । যেমন— কেদার বাবু এসেছেন – Mr Keder has come [ মিস্টার কেদার হ্যাজ কাম্ ]।
2. বাংলাতে মধ্যম পুরুষের প্রকারভেদ হয় যেমন— তুমি , তুমি ও সম্মান দেখানোর জন্য আপনি । কিন্তু ইংরেজিতে সকলের জন্য You [ ইউ ] ব্যবহার হয় । যেমন—
কি চাই আপনার —What do you want [ হোয়াই ডু ইউ ওয়ান্ট ] ? –
বাংলাতে যেমন ‘ সে ’ না বলে ‘ আপনি ‘ বলা হয় , ইংরেজিতে তেমন হয় না । উদাহরণস্বরূপ— উনি রাত্রে হয়ত আসতে পারেন – He may come at night | হি মে কাম্ এ্যাট নাইট্ ] ।
1. Grandfather- এর সংক্ষিপ্ত রূপ Grand pa প্রচলিত ।
2. Father- এর পরিবর্তে Dad বা Daddy এই সংক্ষিপ্ত রূপের প্রয়োগ হয়
3. Grandmother- এর সংক্ষিপ্ত রূপ Grand’ma !
4. Mother- এর ক্ষেত্রে Mummy শব্দের প্রয়োগ হয় ।
ইংরেজিতে
1. কাকা , জ্যাঠা , মামা , মেশোমশায় , পিশেমশায় সকলকেই uncle [ আঙ্কল ] বলা হয় ।
2. কাকীমা , জ্যেঠীমা , মামীমা , মাসীমা , পিসীমা , সকলকেই aunt [ আন্ট ] বলা হয় ।
3. যে – কোন ভদ্রলোককে সম্মান দেখিয়ে sir [ স্যার ] বলা যেতে পারে ।
4. সেইরকম যে – কোন মহিলাকে madam ( ম্যাডাম ] বলে সম্বোধন করা যেতে পারে ।
5. খুড়তুতো , মামাতো , জ্যাঠতুতো , পিসতুতো , মাসতুতো , ভাই বা বোনকে cousin [ কাজিন ] বলা হয় , ousin – brother [ কাজিন – ব্রাদার ] বা cousin – sister [ কাজিন – সিস্টার ] নয় ।
6. স্বামী [ Husband ] – কে সংক্ষেপে হাবি [ hubby ] বলা হয় ।
Also Read:পড়ার গতি বাড়ানোর কৌশল
ইংরেজিতে কথায় কথায় আপনি আজ্ঞে বলার বালাই নেই । গুরুজনদের তুমি [ you , ইউ ] বলেই সম্বোধন করে । তার মানে এই নয় যে , ইংরেজি ভাষাতে শিষ্টাচারের অভাব । বরং ইংরেজরা অত্যন্ত বিনয়ী জাতি । তাদের কথাবার্তায় পদে পদে তার স্বাক্ষর । ইংরেজি শিখবার প্রাক্কালে এই কথাটা মনে রাখা বিশেষ প্রয়োজন ।
নিচের কথাগুলো মনে গেঁথে রাখুন । ইংরেজ জাতির বিনয়শীলতার প্রতীক এই শব্দগুলো । এদের গুরুত্ব অসীম
1. please [ প্লীজ ] > 2. thanks [ থ্যাঙ্কস্ ]
3. welcome [ ওয়েলকাম্ ] >4. with great pleasure [ উইথ্ গ্রেট প্লেজার ]
5. allow me [ এলাও মি ] >6. after you [ আফটার ইউ ]
7. sorry [ সরি ] >8. excuse me [ একিউজ মী ]
9. pardon [ পার্ডন ] >10. no mention [ নো – মেনশন ]
11 it’s my pleasure [ ইটস্ মাই প্লেজার ]